তারকাদের পুজো
লক্ষ্মী পুজোর শেষে ভোগ বিতরণ করাটা আমার দায়িত্ব
প্রতি বছরই লক্ষ্মী পুজোর জন্য নতুন একটা শাড়ি তুলে রাখি। এ বার একটা হলুদ টাঙ্গাইল রেখেছি।
বান্ধবীর হাত ধরে বেরতে পারি…
ছোটবেলায় যে লেনগুলোয় দুষ্টুমি করতাম, এখন বান্ধবীর কাছে সে সব নিয়ে গল্প করা যায়।
বিয়ের পর প্রথম পুজো, প্ল্যানিং চলছে…
যখন থেকে প্রেম ব্যাপারটা বুঝতে শুরু করলাম, বাড়ি থেকে বেরোতাম— সব ছেলেকেই যেন একরকম মনে হত।
পুজোয় কোন বিশেষ কারণে নীলাঞ্জনার উপর ভরসা করেন যিশু?
অষ্টমীর সকালের ধুতি-পাঞ্জাবি। ওটা পরতেই হবে। আর বাকি যেটাতে কমফর্টেবল।
ও কি এ বার পুজোয় আসতে পারবে…
জানেন, বন্ধুদের পুজোর শপিং শুরু হয়ে শেষ হতে চলল। আমার এখনও কিছুই কেনা হয়নি।
আজও সব আনন্দের মধ্যেই ফিরে আসে মা
না! লিখতে বসে আর মন খারাপ করব না। পুজো তো এসেই গেল বলুন। সবার মধ্যেই পুজো পুজো ভাব চলে এসেছে।
বিয়ের আগে আমার আর গৌরবের এটাই শেষ পুজো
ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভাল লাগে না। তার থেকে অনেক ভাল লাগে আড্ডা।
Page 1 of 2