Advertisement
Ananda Utsav 2019

আরটিগার ধাঁচে মারুতির নয়া এমপিভি এক্সএল ৬ চলে এল বাজারে

আরটিগা মডেলটির উন্নত মডেল হিসেবেই দেখা হচ্ছে এক্সএল ৬-কে

মারুতি সুজুকি এক্সএল সিস্ক

মারুতি সুজুকি এক্সএল সিস্ক

জয়দীপ সুর
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৯
Share: Save:

মারুতি সুজুকি নিয়ে এল নতুন এমপিভি। মূলত তাদের আরটিগা মডেলটির উন্নত মডেল হিসেবেই দেখা হচ্ছে এক্সএল ৬-কে। এই মডেলটি পাওয়া যাবে শুধুমাত্র মারুতির নেক্সা আউটলেটে। এক্সএল ৬ একটি প্রিমিয়াম এমপিভি।

আরটিগা-র থেকে বেশ খানিকটা বড় এক্সএল ৬। ছ’জন বসার জায়গা রয়েছে এতে। মাঝের রো-তে থাকবে ক্যাপ্টেন সিটও। আরটিগার মতো সিটের কোয়ালিটি থাকলেও দেখতে অনেক বেশি স্টাইলিশ হয়েছে এক্সএল ৬। মারুতি যেহেতু এই নতুন মডেলটিকে এমপিভি ক্যাটেগরিতে রেখেছে তাই কোয়ালিটিও আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। চোখ টানছে এর স্টিয়ারিং-এ কালো লেদারের আবরণ। এই কালোর ছোঁয়া রয়েছে গাড়ির পুরো ভিতরটাতেই। ড্যাশবোর্ডে রয়েছে স্টোন ফিনিশ গারনিস। তবে টাচস্ক্রিন থেকে শুরু করে ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, সবই আরটিগার মতোই এক রাখা হয়েছে।

তবে গাড়ি তো শুধু রূপ দিয়ে যাচাই করা যায় না, দেখে নিতে হবে এর ইঞ্জিনকেও। এতে রয়েছে ১.৫ লিটার কে১৫বি ইঞ্জিন যা তৈরি করতে পারে ১০৫ পিএস শক্তি এবং ১৩৮ এনএম টর্ক। দু’রকম ট্রিম লেভেলে পাওয়া যাবে এই গাড়ি। একটি জেটা এবং অন্যটি আলফা। জেটার দাম ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৭৯ হাজার এবং আলফার দাম ১০ লক্ষ ৩৬ হাজার টাকা।

আরও পড়ুন:এই সব মানলেই চাকা থাকবে ফিট

যদিও সবাইকে অবাক করে এর ফুয়েল এফিসিয়েনসি আরটিগার সমান। সামান্য ভারী এক্সএল ৬-এর মাইলেজ ম্যানুয়ালে ১৯.০১ কিমি প্রতি লিটার, এআরএই-র সূত্র অনুযায়ী। অটোম্যাটিকে যা কমে হয়ে দাঁড়ায় ১৭.৯৯ কিমি প্রতি লিটার।

আরও পড়ুন:বিএমডব্লিউ আনল আধুনিক প্রযুক্তির বাইক, কী কী সুবিধা, দাম কত?

এক্সএল ৬ মডেলটি আরটিগার থেকে দেখতে অনেকটাই আলাদা। এর হুডটি ৯৫মিমি উঁচু। সঙ্গে থাকছে অনেক চওড়া গ্রিল। মনে করা হচ্ছে আরটিগার সঙ্গে মিল থাকলেও মারুতির এক্সএল ৬ মডেলটির চাহিদা ভালই থাকবে ভারতীয় বাজারে। বিক্রি ভাল হবেই বলে মনে করছে মারুতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE