তার পর আমার ক্রাশ আমার কাছে নিয়ে এল বন্ধুর প্রেম প্রস্তাব: দর্শনা

মাস্কে ঢাকা শহরে এই পুজোয় নিজেকে সাজিয়ে নিতে চান অন্য ভাবে? হালকা মেকআপেই হয়ে উঠতে চান মোহময়ী? ক্রাশের আড়চোখে তাকান, অষ্টমীর সকালে পাড়ার দাদার প্রেমমাখা চাহুনি… এ সবই হঠাৎ পেতে ইচ্ছে করছে খু-উ-ব? দর্শনা শেয়ার করলেন এ বারের পুজোয় তাঁর অফবিট কিছু ‘লুক’। একই সঙ্গে শেয়ার করলেন ছোটবেলার পুজোপ্রেমের গোপন কথাও।
