পেটপুজো ছাড়া কোনও পুজোই আদতে জমে না বাঙালির। তাই পুজোর ক’দিন কোন রেস্তরাঁয় কী কী মিলবে তার সুলুকসন্ধান চলতেই থাকে। কারও পছন্দ বাঙালিয়ানা তো কারও প্রিয় কন্টিনেন্টাল। ‘আনন্দবাজার ডিজিটাল’ তাই সন্ধান দিচ্ছে কলকাতার বাছাই কিছু রেস্তরাঁর মেনু।
৭১ এইচ হিন্দুস্তান রোডে যে কারণে আপনাকে এক বার থমকে যেতেই হবে, তার কারণ ক্রিস্টাল চপস্টিক। কলকাতার বুকে চিনে খাবারের ঠেক বলতে যে ক’টা রেস্তরাঁকে প্রথম সারিতে রাখা যায়, ক্রিস্টাল চপস্টিক তার অন্যতম।
স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট— সবেতেই চিনে খাবারের রমরমা। মাঞ্চুরিয়ান ফিস, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, সিঙ্গাপুরপ নুডলস এ সব ট্রাই না করলে ঠকবেন কিন্তু। স্টার্টারে খান প্রায়েড প্রন বা রেড পিপার চিকেন। পোর্কের দারুণ দারুণ ডিশও মিলবে এখানে।
প্রিয় পাঠক,
দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
প্রিয় পাঠক, দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে নীচের ধাপগুলি অনুসরণ করে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।