Advertisement
Ananda Utsav 2019 Durga Puja 2019 Durga Puja Celebrations Durga Puja Preparations Durga Puja Fashion Fashion Tips

রুপোয় সাজবেন? পছন্দের তালিকায় রাখুন এ সব গয়না

নিখুঁত নকশা কাটা রুপোর গয়নায় আপনিও হয়ে উঠতেই পারেন পুজোর অনন্যা!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১০:১৫
Share: Save:
০১ ১২
পুজোর সাজে সোনার পাশাপাশি রুপোর ‌অলঙ্কারেরও জুরি মেলা ভার। হ্যান্ডলুম শাড়ি হোক কিংবা লং সুতির পোশাক— নিখুঁত নকশা কাটা রুপোর গয়নায় আপনিও হয়ে উঠতেই পারেন পুজোর অনন্যা!

পুজোর সাজে সোনার পাশাপাশি রুপোর ‌অলঙ্কারেরও জুরি মেলা ভার। হ্যান্ডলুম শাড়ি হোক কিংবা লং সুতির পোশাক— নিখুঁত নকশা কাটা রুপোর গয়নায় আপনিও হয়ে উঠতেই পারেন পুজোর অনন্যা!

০২ ১২
রুপোর গয়নার রকমারি কালেকশন পেতে ঢুঁ মারতেই পারেন যোধপুর পার্কের ‘গ্লো-এন-গ্লিটার’-এর মতো কলকাতার বেশ কিছু অভিজাত রুপোর গয়নার ঠেকে। নেকলেস, চোকার, ঝুমকো, বালা— হরেক ডিজাইনের সিলভার গয়নার সুলুকসন্ধান মিলবে এখানেই।

রুপোর গয়নার রকমারি কালেকশন পেতে ঢুঁ মারতেই পারেন যোধপুর পার্কের ‘গ্লো-এন-গ্লিটার’-এর মতো কলকাতার বেশ কিছু অভিজাত রুপোর গয়নার ঠেকে। নেকলেস, চোকার, ঝুমকো, বালা— হরেক ডিজাইনের সিলভার গয়নার সুলুকসন্ধান মিলবে এখানেই।

০৩ ১২
নবমীর রাতে একরাঙা তসর কিংবা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরে ফেলুন এই প্রকার নেকপিস ও কানের সেট। ‘টার্কওয়েস স্টোন’ যুক্ত এই সেটের দাম ১৬ হাজারের কাছাকাছি। সঙ্গে অতিরিক্ত কর।

নবমীর রাতে একরাঙা তসর কিংবা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরে ফেলুন এই প্রকার নেকপিস ও কানের সেট। ‘টার্কওয়েস স্টোন’ যুক্ত এই সেটের দাম ১৬ হাজারের কাছাকাছি। সঙ্গে অতিরিক্ত কর।

০৪ ১২
দুর্গার নকশা কাটা এই প্রকার পেনডেন্ট ও কানের দুলের সেট পরেই সাজে আনতে পারেন আভিজাত্যের ছোঁয়া। এ রূপ সেটের দাম শুরু ৫ হাজার টাকা থেকে। হালকা সাজের সঙ্গেই খুলবে এই সেটের সৌন্দর্য।

দুর্গার নকশা কাটা এই প্রকার পেনডেন্ট ও কানের দুলের সেট পরেই সাজে আনতে পারেন আভিজাত্যের ছোঁয়া। এ রূপ সেটের দাম শুরু ৫ হাজার টাকা থেকে। হালকা সাজের সঙ্গেই খুলবে এই সেটের সৌন্দর্য।

০৫ ১২
ভারী গয়না পরতে ভালবাসেন? তবে এ রকম লম্বা রুপোর হার ও কানের দুলেই করুন পুজোর সাজে বাজিমাত!  নিখুঁত দুর্গা নকশা-যুক্ত এই সেটের দাম ৩৪ হাজার ৫০০ টাকা। বাজেট বেশি থাকলে পুজোয় পরতেই পারেন এই সেট।

ভারী গয়না পরতে ভালবাসেন? তবে এ রকম লম্বা রুপোর হার ও কানের দুলেই করুন পুজোর সাজে বাজিমাত! নিখুঁত দুর্গা নকশা-যুক্ত এই সেটের দাম ৩৪ হাজার ৫০০ টাকা। বাজেট বেশি থাকলে পুজোয় পরতেই পারেন এই সেট।

০৬ ১২
গলায় কিছু পরতে না চাইলে কানে পরে ফেলুন এ রূপ চাঁদবালি। শাড়ি, কুর্তি কিংবা চুড়িদারের সঙ্গে পুজোর সাজ জমিয়ে দিতে রঙিন পাথর-যুক্ত এই প্রকার দুলের কোনও তুলনা হবে না। দাম ৬ হাজার ২০০ টাকা।

গলায় কিছু পরতে না চাইলে কানে পরে ফেলুন এ রূপ চাঁদবালি। শাড়ি, কুর্তি কিংবা চুড়িদারের সঙ্গে পুজোর সাজ জমিয়ে দিতে রঙিন পাথর-যুক্ত এই প্রকার দুলের কোনও তুলনা হবে না। দাম ৬ হাজার ২০০ টাকা।

০৭ ১২
পুজোতেও হালকা সাজগোজ পছন্দ? কানে পরে ফেলুন রুপো ও মুক্তোর যুগলবন্দিতে তৈরি এই ঝুমকো। এই ঝুমকোর দাম ৪ হাজার ৯৫০ টাকা। তবে পোশাকের সঙ্গে খাপ খাইয়ে তবেই পরুন সিলভার গয়না।

পুজোতেও হালকা সাজগোজ পছন্দ? কানে পরে ফেলুন রুপো ও মুক্তোর যুগলবন্দিতে তৈরি এই ঝুমকো। এই ঝুমকোর দাম ৪ হাজার ৯৫০ টাকা। তবে পোশাকের সঙ্গে খাপ খাইয়ে তবেই পরুন সিলভার গয়না।

০৮ ১২
কেবল পুজোর সাজে নয় রুপো হতেই পারে সারা বছরের সঙ্গী। কোনও ঘরোয়া অনুষ্ঠান কিংবা অফিসের কোনও পার্টি, হাতে এমন একটা ডুয়াল টোন ব্রেসলেট থাকলেই আপনার সাজে আসবে অভিজাত লুক। দাম একেবারেই ২ হাজারের মধ্যে।

কেবল পুজোর সাজে নয় রুপো হতেই পারে সারা বছরের সঙ্গী। কোনও ঘরোয়া অনুষ্ঠান কিংবা অফিসের কোনও পার্টি, হাতে এমন একটা ডুয়াল টোন ব্রেসলেট থাকলেই আপনার সাজে আসবে অভিজাত লুক। দাম একেবারেই ২ হাজারের মধ্যে।

০৯ ১২
হাতে একটি বালা অথবা চওড়া বাহুবন্ধ পরলেই শেষ পুজোর সাজ! হাতের এই বালাই আপনার পুজোর সাজে এনে দেবে একটা ট্রাইবাল টাচ। এই প্রকার বালা পেয়ে যাবেন দশ থেকে পনেরো হাজারের মধ্যে।

হাতে একটি বালা অথবা চওড়া বাহুবন্ধ পরলেই শেষ পুজোর সাজ! হাতের এই বালাই আপনার পুজোর সাজে এনে দেবে একটা ট্রাইবাল টাচ। এই প্রকার বালা পেয়ে যাবেন দশ থেকে পনেরো হাজারের মধ্যে।

১০ ১২
হাতের পরুন ওভারসাইজড আংটি। রঙিন পাথর বসানো নিখুঁত হাতের কাজের এই আংটি আপনার সাজে এনে দেবে ট্রেন্ডি ফ্যাশনেবল লুক। ১৫০০- ৫০০০ টাকায় আপনি পেয়ে যাবেল এই প্রকার রুপোর আংটির সম্ভার।

হাতের পরুন ওভারসাইজড আংটি। রঙিন পাথর বসানো নিখুঁত হাতের কাজের এই আংটি আপনার সাজে এনে দেবে ট্রেন্ডি ফ্যাশনেবল লুক। ১৫০০- ৫০০০ টাকায় আপনি পেয়ে যাবেল এই প্রকার রুপোর আংটির সম্ভার।

১১ ১২
শাড়ি কিংবা ইন্ডো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরে ফেলতে পারেন এই রকম রুপোর মল। দাম ১১ হাজার ২০০ টাকা। এতে আপনার সাজে আসবে আভিজাত্যের ছোঁয়া এবং একই সঙ্গে পাবেন একটা ট্রেন্ডি লুক।

শাড়ি কিংবা ইন্ডো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরে ফেলতে পারেন এই রকম রুপোর মল। দাম ১১ হাজার ২০০ টাকা। এতে আপনার সাজে আসবে আভিজাত্যের ছোঁয়া এবং একই সঙ্গে পাবেন একটা ট্রেন্ডি লুক।

১২ ১২
উৎসবের মরসুমে কেবল নিজেকে নয় সাজিয়ে তুলুন নিজের ঘরগেরস্থালিও। ‘গ্লো-এন-গ্লিটার’-এ আপনি পেয়ে যাবেন গৃহসজ্জার রকমারি সরঞ্জাম। অন্দরসাজের ভাবনায় সর্বদা রাখুন নিজস্ব রুচিবোধের ছোঁয়া।

উৎসবের মরসুমে কেবল নিজেকে নয় সাজিয়ে তুলুন নিজের ঘরগেরস্থালিও। ‘গ্লো-এন-গ্লিটার’-এ আপনি পেয়ে যাবেন গৃহসজ্জার রকমারি সরঞ্জাম। অন্দরসাজের ভাবনায় সর্বদা রাখুন নিজস্ব রুচিবোধের ছোঁয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE