Advertisement

দুর্দান্ত ক্যামেরা থেকে ম্যাগসেফ, দেখে নিন নয়া আইফোনের চমকে দেওয়া ফিচার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৪:০৪
Share: Save:
০১ ১২
আধা খাওয়া অ্যাপল প্রেমীদের জন্য রয়েছে সুখবর। বিলাসবহুল মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপল স্মার্টফোনের বাজারে লঞ্চ করল তাদের আইফোন সিরিজের ১২তম লাইনআপ অ্যাপল আইফোন ১২। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আইফোন ১২-এর ফিচার প্রকাশ করা হয়, যার ট্যাগলাইন ছিল ‘হাই স্পিড’।

আধা খাওয়া অ্যাপল প্রেমীদের জন্য রয়েছে সুখবর। বিলাসবহুল মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপল স্মার্টফোনের বাজারে লঞ্চ করল তাদের আইফোন সিরিজের ১২তম লাইনআপ অ্যাপল আইফোন ১২। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আইফোন ১২-এর ফিচার প্রকাশ করা হয়, যার ট্যাগলাইন ছিল ‘হাই স্পিড’।

০২ ১২
আইফোন ১২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট হল এটি ৫জি সেলুলার গতিসম্পন্ন। আইফোন ১২ মডেলটিকে একেবারেই নতুন ভাবে সাজানো হয়েছে। এর ডিজাইন অন্যান্য আইফোন লাইনআপের থেকে তুলনামূলক ভাবে আলাদা। তবে আইফোন ১২ লাইনআপটিতে আরও তিনটি মডেল রয়েছে- আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স এবং আইফোন ১২ মিনি।

আইফোন ১২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট হল এটি ৫জি সেলুলার গতিসম্পন্ন। আইফোন ১২ মডেলটিকে একেবারেই নতুন ভাবে সাজানো হয়েছে। এর ডিজাইন অন্যান্য আইফোন লাইনআপের থেকে তুলনামূলক ভাবে আলাদা। তবে আইফোন ১২ লাইনআপটিতে আরও তিনটি মডেল রয়েছে- আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স এবং আইফোন ১২ মিনি।

০৩ ১২
সুপার রেটিনা এক্সডিআর ও এলইডি ডিসপ্লে– আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো ৬.০৬ ইঞ্চি, আইফোন ১২ প্রো ম্যাক্স ৬.৬৮ ইঞ্চি এবং আইফোন ১২ মিনি ৫.৪২ ইঞ্চি। আইফোন ১২-এর পিক্সেল ঘনত্ব ৪৬০ পিপিআই এবং রেজোলিউশন ২৫৩২x১১৭০।

সুপার রেটিনা এক্সডিআর ও এলইডি ডিসপ্লে– আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো ৬.০৬ ইঞ্চি, আইফোন ১২ প্রো ম্যাক্স ৬.৬৮ ইঞ্চি এবং আইফোন ১২ মিনি ৫.৪২ ইঞ্চি। আইফোন ১২-এর পিক্সেল ঘনত্ব ৪৬০ পিপিআই এবং রেজোলিউশন ২৫৩২x১১৭০।

০৪ ১২
ডুয়াল ক্যামেরা সিস্টেম- আইফোন ১২-এর ক্যামেরায় ওয়াইড এবং আলট্রা ওয়াইড উভয় মোডই রয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ অ্যাপারচার-সহ দু’টি ১২এমপি + ১২এমপি (মেগাপিক্সেল) রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে রিয়ার অটোফোকাস এবং কোয়াড এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ, এইচডিআর (ফটো/প্যানোরমা)। সঙ্গে রয়েছে সেলফি তোলার জন্য একটি ১২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা।

ডুয়াল ক্যামেরা সিস্টেম- আইফোন ১২-এর ক্যামেরায় ওয়াইড এবং আলট্রা ওয়াইড উভয় মোডই রয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ অ্যাপারচার-সহ দু’টি ১২এমপি + ১২এমপি (মেগাপিক্সেল) রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে রিয়ার অটোফোকাস এবং কোয়াড এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ, এইচডিআর (ফটো/প্যানোরমা)। সঙ্গে রয়েছে সেলফি তোলার জন্য একটি ১২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা।

০৫ ১২
নাইট মোড - যে ছবিগুলি এত দিন তোলা দুঃসাধ্য ছিল, এখন সেই সব ছবি আরও সহজে তলা যাবে নতুন আইফোনের মাধ্যমে। নাইট সেলফি তোলার ক্ষেত্রে আলোর ব্যবহার সঠিক মাত্রায় রাখার জন্য রয়েছে ডিপ ফিউশন, স্মার্ট এইচডিআর থ্রি, ডলবি ভিশন রেকর্ডিং সহ আরও অনেক কিছুই।

নাইট মোড - যে ছবিগুলি এত দিন তোলা দুঃসাধ্য ছিল, এখন সেই সব ছবি আরও সহজে তলা যাবে নতুন আইফোনের মাধ্যমে। নাইট সেলফি তোলার ক্ষেত্রে আলোর ব্যবহার সঠিক মাত্রায় রাখার জন্য রয়েছে ডিপ ফিউশন, স্মার্ট এইচডিআর থ্রি, ডলবি ভিশন রেকর্ডিং সহ আরও অনেক কিছুই।

০৬ ১২
এমনকি উজ্জ্বল আলোতেও খুব উচ্চমানের রেজোলিউশন সহ, স্মার্ট এইচডিআর থ্রি টেক্সচার, ত্বকের স্বর, রঙের স্যাচুরেশন এবং স্বতন্ত্র বিবরণ ক্যামেরায় ধরে রাখতে সক্ষম, যা সত্যি বলে মনে হয়।

এমনকি উজ্জ্বল আলোতেও খুব উচ্চমানের রেজোলিউশন সহ, স্মার্ট এইচডিআর থ্রি টেক্সচার, ত্বকের স্বর, রঙের স্যাচুরেশন এবং স্বতন্ত্র বিবরণ ক্যামেরায় ধরে রাখতে সক্ষম, যা সত্যি বলে মনে হয়।

০৭ ১২
আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি স্‌প্ল্যাশ জল এবং ধূলিকণা প্রতিরোধ করতে সক্ষম। তবে ভিজে গেলে আইফোনটি চার্জে দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে পরিষ্কার ও শুকনোর নির্দেশাবলি মেনে চলতে হবে।

আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি স্‌প্ল্যাশ জল এবং ধূলিকণা প্রতিরোধ করতে সক্ষম। তবে ভিজে গেলে আইফোনটি চার্জে দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে পরিষ্কার ও শুকনোর নির্দেশাবলি মেনে চলতে হবে।

০৮ ১২
ম্যাগসেফ- আইফোন ১২ লাইনআপটি নতুন একটি ফিচারস এনেছে, যা ম্যাগসেফ নামে পরিচিত। ম্যাগসেফ হল একটি চুম্বকীয় কেস। এটি আইফোনের পিছনের দিকে রয়েছে। এর দ্বারা খুব সহজেই আপনি ওয়্যারলেস চার্জিং-সহ দ্রুত চার্জ করতে পারবেন। এবং প্রয়োজন মতো যে কোনও ধরনের কার্ড রাখতে পারবেন।

ম্যাগসেফ- আইফোন ১২ লাইনআপটি নতুন একটি ফিচারস এনেছে, যা ম্যাগসেফ নামে পরিচিত। ম্যাগসেফ হল একটি চুম্বকীয় কেস। এটি আইফোনের পিছনের দিকে রয়েছে। এর দ্বারা খুব সহজেই আপনি ওয়্যারলেস চার্জিং-সহ দ্রুত চার্জ করতে পারবেন। এবং প্রয়োজন মতো যে কোনও ধরনের কার্ড রাখতে পারবেন।

০৯ ১২
আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইফোন। এর মধ্যে রয়েছে ফেস আইডি আনলক সিস্টেম এবং আইক্লাউড, আপনার তথ্যগুলোকে অন্য কোথাও ব্যাকআপ নেয় না। সমস্ত আইমেসেজ এনক্রিপ্টেড থাকবে। যে কোনও ধরনের আইওএস ডাউনলোড করার আগে সেই অ্যাপ সম্পর্কিত বিভিন্ন গোপন তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে।

আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইফোন। এর মধ্যে রয়েছে ফেস আইডি আনলক সিস্টেম এবং আইক্লাউড, আপনার তথ্যগুলোকে অন্য কোথাও ব্যাকআপ নেয় না। সমস্ত আইমেসেজ এনক্রিপ্টেড থাকবে। যে কোনও ধরনের আইওএস ডাউনলোড করার আগে সেই অ্যাপ সম্পর্কিত বিভিন্ন গোপন তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে।

১০ ১২
আইফোন ১২-এ একটি হেক্সা কোর অ্যাপল-এ ১৪ বায়োনিক চিপসেট-সহ আইওএস ১৪ যুক্ত হবে। ৪ জিবি র‌্যাম-সহ এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। এটি কালো, নীল, সাদা, সবুজ এবং লাল এই পাচঁটি রঙে পাওয়া যাবে।

আইফোন ১২-এ একটি হেক্সা কোর অ্যাপল-এ ১৪ বায়োনিক চিপসেট-সহ আইওএস ১৪ যুক্ত হবে। ৪ জিবি র‌্যাম-সহ এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। এটি কালো, নীল, সাদা, সবুজ এবং লাল এই পাচঁটি রঙে পাওয়া যাবে।

১১ ১২
আইফোন ১২-এ ডুয়াল সিমের ব্যবস্থা থাকবে, যা ন্যানো সিম এবং ইএসআইএম কার্ড গ্রহণ করবে। ২ জিবিপিএস পর্যন্ত ৪জি এলটিই সরবরাহ করবে, যাতে সহজেই পছন্দের শোগুলি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এর অন্যান্য ফিচারসের মধ্যে ওয়াই-ফাই, ব্লু-টুথ ভি ৫, ইউএসবি ২.০, থ্রি-জি এবং ফোর-জি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়াও আইফোনের সেন্সরগুলির অ্যাক্সিলোমিটার, লাইট সেন্সর, ব্যারোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

আইফোন ১২-এ ডুয়াল সিমের ব্যবস্থা থাকবে, যা ন্যানো সিম এবং ইএসআইএম কার্ড গ্রহণ করবে। ২ জিবিপিএস পর্যন্ত ৪জি এলটিই সরবরাহ করবে, যাতে সহজেই পছন্দের শোগুলি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এর অন্যান্য ফিচারসের মধ্যে ওয়াই-ফাই, ব্লু-টুথ ভি ৫, ইউএসবি ২.০, থ্রি-জি এবং ফোর-জি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়াও আইফোনের সেন্সরগুলির অ্যাক্সিলোমিটার, লাইট সেন্সর, ব্যারোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

১২ ১২
দাম- এ দেশে আইফোন ১২-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা, আইফোন ১২ মিনির দাম ৬৯ হাজার ৯০০ টাকা, আইফোন ১২ প্রো ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। তথ্য সহায়তা: সোমোশ্রী দাস।

দাম- এ দেশে আইফোন ১২-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা, আইফোন ১২ মিনির দাম ৬৯ হাজার ৯০০ টাকা, আইফোন ১২ প্রো ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। তথ্য সহায়তা: সোমোশ্রী দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE