দুর্দান্ত ক্যামেরা থেকে ম্যাগসেফ, দেখে নিন নয়া আইফোনের চমকে দেওয়া ফিচার

আইফোন ১২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট হল এটি ৫জি সেলুলার গতিসম্পন্ন। আইফোন ১২ মডেলটিকে একেবারেই নতুন ভাবে সাজানো হয়েছে। এর ডিজাইন অন্যান্য আইফোন লাইনআপের থেকে তুলনামূলক ভাবে আলাদা। তবে আইফোন ১২ লাইনআপটিতে আরও তিনটি মডেল রয়েছে- আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স এবং আইফোন ১২ মিনি।

ডুয়াল ক্যামেরা সিস্টেম- আইফোন ১২-এর ক্যামেরায় ওয়াইড এবং আলট্রা ওয়াইড উভয় মোডই রয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ অ্যাপারচার-সহ দু’টি ১২এমপি + ১২এমপি (মেগাপিক্সেল) রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে রিয়ার অটোফোকাস এবং কোয়াড এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ, এইচডিআর (ফটো/প্যানোরমা)। সঙ্গে রয়েছে সেলফি তোলার জন্য একটি ১২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা।

আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইফোন। এর মধ্যে রয়েছে ফেস আইডি আনলক সিস্টেম এবং আইক্লাউড, আপনার তথ্যগুলোকে অন্য কোথাও ব্যাকআপ নেয় না। সমস্ত আইমেসেজ এনক্রিপ্টেড থাকবে। যে কোনও ধরনের আইওএস ডাউনলোড করার আগে সেই অ্যাপ সম্পর্কিত বিভিন্ন গোপন তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে।
