বৃষ্টিভেজা দিন জুড়ে লোকালের জন্য ভোকাল ইশা-বিক্রমের গ্ল্যাম জুটি
সকাল থেকেই বৃষ্টি পড়ছিল সে দিন। গলফগ্রিনের স্টুডিয়োতে আদৌ শুট হবে কি না, তা নিয়েই বেশ চিন্তায় ছিলেন ডিজাইনার অনুশ্রী মলহোত্র। তবে শুট শুধু হল না, জমেও গেল বেশ। লাইমলাইট ছিনিয়ে নিলেন ইশা। যোগ্য সঙ্গত দিলেন বিক্রমও।
জমে উঠেছিল বিক্রম আর ইশার কেমিস্ট্রিও। প্রথমে অল্পস্বল্প জড়তা। কিন্তু দিন যত গড়াল, ততই জমে উঠল যুগলবন্দি। কাছাকাছি এলেন, বন্ধুত্বও হল। আর সেই ছবিই ধরা রইল আমাদের ক্যামেরায়।
প্রিয় পাঠক,
দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
প্রিয় পাঠক, দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে নীচের ধাপগুলি অনুসরণ করে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।