পুজোয় কোন হেয়ারকাটে তারকারা? দেখে নিন আপনাকে কোনটা মানায়

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ বার নিজেকে সাজিয়ে তোলার পর্ব। কিন্তু এ বছরটা অন্য রকম। লকডাউন চলাকালীন পার্লারে যাওয়ার সুযোগ হয়নি। ত্বকের যত্ন করা গেলেও চুল কাটার সুবিধা ছিল না। তাই এখন একটা ঝকঝকে হেয়ারকাট কিন্তু আপনার লুক এবং মুডই বদলে দিতে পারে। দেখে নেওয়া যাক এ বার পুজোয় কী কী নতুন হেয়ার কাট চলছে।
