Advertisement

গুলদস্তায় স্বস্তিকার নয়া লুকস, দেখে নিন এক ঝলক ...

‘গুলদস্তা’য় স্বস্তিকার পাশাপাশি প্রধান দু'টি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৫:১৮
Share: Save:
০১ ১২
আর স্বস্তিকা মুখোপাধ্যায়? ছোট পর্দা থেকে বড় পর্দা, শাড়ির বাঙালিয়ানা থেকে পাঙ্ক হেয়ারকাটে শোরগোল ফেলে দেওয়া সবেতে সমান সাবলীল এই অভিনেত্রীর মুখে ঢলো ঢলো লাবণ্য লক্ষ্মীশ্রীই তো! একেবারে হালফিলের ওটিটি ছবি ‘তাসের ঘর’-এ তাঁর সেই ঘরোয়া সৌন্দর্যি তো এক বারের জন্যও নজর ফেরাতে দেয় না দর্শককে। তথ্য: পরমা দাশগুপ্ত। ছবি সৌজন্যে: সোশ্যাল মিডিয়া।

আর স্বস্তিকা মুখোপাধ্যায়? ছোট পর্দা থেকে বড় পর্দা, শাড়ির বাঙালিয়ানা থেকে পাঙ্ক হেয়ারকাটে শোরগোল ফেলে দেওয়া সবেতে সমান সাবলীল এই অভিনেত্রীর মুখে ঢলো ঢলো লাবণ্য লক্ষ্মীশ্রীই তো! একেবারে হালফিলের ওটিটি ছবি ‘তাসের ঘর’-এ তাঁর সেই ঘরোয়া সৌন্দর্যি তো এক বারের জন্যও নজর ফেরাতে দেয় না দর্শককে। তথ্য: পরমা দাশগুপ্ত। ছবি সৌজন্যে: সোশ্যাল মিডিয়া।

০২ ১২
পরিচালক অর্জুন দত্তের দ্বিতীয় ছবি ‘গুলদস্তা’র ট্রেলার ইউটিউবে আসার পর থেকেই চর্চিত বিনোদন জগতে। অপেক্ষায় দর্শকেরা। ট্রেলারে স্বস্তিকার নয়া অবতার ভক্তদের মন কেড়েছে- এ যেন একেবারে অন্য চমক।

পরিচালক অর্জুন দত্তের দ্বিতীয় ছবি ‘গুলদস্তা’র ট্রেলার ইউটিউবে আসার পর থেকেই চর্চিত বিনোদন জগতে। অপেক্ষায় দর্শকেরা। ট্রেলারে স্বস্তিকার নয়া অবতার ভক্তদের মন কেড়েছে- এ যেন একেবারে অন্য চমক।

০৩ ১২
‘গুলদস্তা’য় স্বস্তিকার পাশাপাশি প্রধান দু'টি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়।  

‘গুলদস্তা’য় স্বস্তিকার পাশাপাশি প্রধান দু'টি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়।  

০৪ ১২
সম্পর্কের টানাপড়েন পেরিয়ে নিজেকে খুঁজে পাওয়া। ‘গুলদস্তা’র কাহিনি এগিয়েছে তার অলিগলিতে। গল্পের কেন্দ্রবিন্দুতে তিন নারী- যাঁদের শুরু থেকে শেষ, কোথাও কোনও মিল নেই। কিন্তু এই অমিলের মধ্যেও এক সুতোয় গাঁথা হয়ে যাবে তাঁদের পথচলা।

সম্পর্কের টানাপড়েন পেরিয়ে নিজেকে খুঁজে পাওয়া। ‘গুলদস্তা’র কাহিনি এগিয়েছে তার অলিগলিতে। গল্পের কেন্দ্রবিন্দুতে তিন নারী- যাঁদের শুরু থেকে শেষ, কোথাও কোনও মিল নেই। কিন্তু এই অমিলের মধ্যেও এক সুতোয় গাঁথা হয়ে যাবে তাঁদের পথচলা।

০৫ ১২
‘ডলি বাগরা’- স্বতঃস্ফূর্ত, স্বাধীনচেতা এবং সংবেদনশীল। রুজির টানে বাড়ি বাড়ি বিক্রি করেন ‘রূপ কেয়ার’ প্রসাধনী সামগ্রী। পাড়ায় পরিচিতি এক নম্বর সেলস গার্ল হিসেবেই। কিন্তু হাসিখুশি মুখের আড়ালে তিনি বড্ড একা। তাঁর জীবনের এই ‘দাস্তান’ দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন পরিচালক।

‘ডলি বাগরা’- স্বতঃস্ফূর্ত, স্বাধীনচেতা এবং সংবেদনশীল। রুজির টানে বাড়ি বাড়ি বিক্রি করেন ‘রূপ কেয়ার’ প্রসাধনী সামগ্রী। পাড়ায় পরিচিতি এক নম্বর সেলস গার্ল হিসেবেই। কিন্তু হাসিখুশি মুখের আড়ালে তিনি বড্ড একা। তাঁর জীবনের এই ‘দাস্তান’ দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন পরিচালক।

০৬ ১২
ডলি (স্বস্তিকা), শ্রীরূপা (অর্পিতা) এবং রেণু (দেবযানী)- বিশ্বাস-অবিশ্বাস, আবেগে মোড়া তাঁদের জীবন। আর যন্ত্রণা লুকিয়ে মুখে সৌজন্যের হাসিটুকু নিয়ে এগিয়ে চলা। কোথায় গিয়ে একে অপরকে খুঁজে পাবেন তাঁরা আর মিলে যাবে চরিত্রগুলো- তা নিয়েই এ ছবির গল্প।

ডলি (স্বস্তিকা), শ্রীরূপা (অর্পিতা) এবং রেণু (দেবযানী)- বিশ্বাস-অবিশ্বাস, আবেগে মোড়া তাঁদের জীবন। আর যন্ত্রণা লুকিয়ে মুখে সৌজন্যের হাসিটুকু নিয়ে এগিয়ে চলা। কোথায় গিয়ে একে অপরকে খুঁজে পাবেন তাঁরা আর মিলে যাবে চরিত্রগুলো- তা নিয়েই এ ছবির গল্প।

০৭ ১২
সিনেমায় অর্ণব (ঈশান মজুমদার)-কে দেখা যাবে শ্রীরূপার স্বামীর চরিত্রে এবং টুকাই (অনুভব কাঞ্জিলাল)-কে দেখা যাবে রেণুর ছেলের চরিত্রে। রেণুর স্বামীর ভূমিকায় রয়েছেন ধ্রুব (অভিজিৎ গুহ)। রিয়া নামের এক চরিত্রে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়।

সিনেমায় অর্ণব (ঈশান মজুমদার)-কে দেখা যাবে শ্রীরূপার স্বামীর চরিত্রে এবং টুকাই (অনুভব কাঞ্জিলাল)-কে দেখা যাবে রেণুর ছেলের চরিত্রে। রেণুর স্বামীর ভূমিকায় রয়েছেন ধ্রুব (অভিজিৎ গুহ)। রিয়া নামের এক চরিত্রে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়।

০৮ ১২
স্বস্তিকার ডলি বাংলা-হিন্দি মেশানো মিষ্টি সংলাপে দর্শকের মন জয় করবেই- তা নিয়ে দ্বিমত নেই তেমন। মুখে বয়সের ছাপ, চোখে উড়ানের স্বপ্ন- কেমন এই ডলি বাগড়ার জীবন? জানতে হলে দেখতে হবে ছবিটি।

স্বস্তিকার ডলি বাংলা-হিন্দি মেশানো মিষ্টি সংলাপে দর্শকের মন জয় করবেই- তা নিয়ে দ্বিমত নেই তেমন। মুখে বয়সের ছাপ, চোখে উড়ানের স্বপ্ন- কেমন এই ডলি বাগড়ার জীবন? জানতে হলে দেখতে হবে ছবিটি।

০৯ ১২
লকডাউনে শেষ বার স্বস্তিকাকে দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ ছবিতে, কিজি বসুর মা হিসেবে। তার পরেই হইচই-এ মুক্তি পায় তাঁর ‘তাসের ঘর’। সোশ্যাল মিডিয়ায় পোস্টার রিলিজের পরে ট্রোলিং-এর শিকার হতে হলেও, গৃহবধূ সুজাতার চরিত্রে বাহবা কুড়িয়েছিলেন অভিনেত্রী।

লকডাউনে শেষ বার স্বস্তিকাকে দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ ছবিতে, কিজি বসুর মা হিসেবে। তার পরেই হইচই-এ মুক্তি পায় তাঁর ‘তাসের ঘর’। সোশ্যাল মিডিয়ায় পোস্টার রিলিজের পরে ট্রোলিং-এর শিকার হতে হলেও, গৃহবধূ সুজাতার চরিত্রে বাহবা কুড়িয়েছিলেন অভিনেত্রী।

১০ ১২
অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’য় মূল তিন চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অনুভব কাঞ্জিলাল, ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ।

অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’য় মূল তিন চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অনুভব কাঞ্জিলাল, ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ।

১১ ১২
এ ছবিতে স্বস্তিকাকে দেখা গিয়েছে মারওয়াড়ি বধূ থেকে পাড়ায় জনপ্রিয় দক্ষ সেলসগার্ল হয়ে ওঠা ডলি বাগরা-র চরিত্রে। তাঁর আধা বাংলা-আধা হিন্দিতে মিষ্টি সংলাপ মন কেড়েছে দর্শকদের। অন্য দুই নারী চরিত্রে পাল্লা দিয়ে চোখ টেনেছেন দেবযানী এবং অর্পিতাও।

এ ছবিতে স্বস্তিকাকে দেখা গিয়েছে মারওয়াড়ি বধূ থেকে পাড়ায় জনপ্রিয় দক্ষ সেলসগার্ল হয়ে ওঠা ডলি বাগরা-র চরিত্রে। তাঁর আধা বাংলা-আধা হিন্দিতে মিষ্টি সংলাপ মন কেড়েছে দর্শকদের। অন্য দুই নারী চরিত্রে পাল্লা দিয়ে চোখ টেনেছেন দেবযানী এবং অর্পিতাও।

১২ ১২
ডলি, শ্রীরূপা এবং রেণু- তিন কন্যের জীবনের লড়াই, সেই লড়াই একই বিন্দুতে এসে মিলেমিশে যাওয়া এবং শেষমেশ তিন জনের জিতে যাওয়ার এই সফরে হরেক মুহূর্ত, টানাপড়েন ঘিরে এগিয়েছে ‘গুলদস্তা’র গল্প। তথ্য সহায়তা: সোমোশ্রী দাস।

ডলি, শ্রীরূপা এবং রেণু- তিন কন্যের জীবনের লড়াই, সেই লড়াই একই বিন্দুতে এসে মিলেমিশে যাওয়া এবং শেষমেশ তিন জনের জিতে যাওয়ার এই সফরে হরেক মুহূর্ত, টানাপড়েন ঘিরে এগিয়েছে ‘গুলদস্তা’র গল্প। তথ্য সহায়তা: সোমোশ্রী দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE