অচেনা পুজোর শেষের দিনে ফিরল চেনা ছবি। বিজয় দশমীতে দেবী বরণ থেকে সিঁদুরখেলা, শুভেচ্ছা বিনিময় থেকে মিষ্টিমুখ- সবই হল। এবং করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজারের সুরক্ষা থেকে সামাজিক দূরত্ব, সব মেনেই দশমীর আমেজ মাখল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকল তার অজস্র মুহূর্ত।