গতকাল এসভিএফ ব্র্যান্ডসের লঞ্চ পার্টি যেন চাঁদের হাট। প্রিয়াঙ্কা, সরকার, মধুমিতা সরকার, সায়নী ঘোষ, অলিভিয়া সরকার থেকে শুরু করে সন্দীপ্তা সেন, সোহিনী সরকার-- টলিউডের ইয়ং ব্রিগেডকে দেখা গেল পার্টি মুডে।
অন্য দিকে, প্রিয়াঙ্কা এবং সন্দীপ্তা ধরা দিলেন একসঙ্গে। বড়পর্দা এবং ছোটপর্দার এই মিশেল ইতিমধ্যেই এসভিফ-এর প্রযোজনায় ‘দুগ্গা এলো’ গানে মন জিতেছে দর্শকের। দুই সুন্দরীকে একসঙ্গে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে এই গানে।
অন্য দিকে, প্রিয়াঙ্কা এবং সন্দীপ্তা ধরা দিলেন একসঙ্গে। বড়পর্দা এবং ছোটপর্দার এই মিশেল ইতিমধ্যেই এসভিফ-এর প্রযোজনায় ‘দুগ্গা এলো’ গানে মন জিতেছে দর্শকের। দুই সুন্দরীকে একসঙ্গে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে এই গানে।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণা সাহা, নীল ভট্টাচার্য, সৌরসেনী মৈত্র সহ টলিউডের অনেক চেনা মুখ। পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁ ছিল জমজমাট এই পার্টির ভেন্যু। অনেকেই বলেন, টলিউডের নায়িকাদের যত বন্ধুত্ব সব নাকি লোক দেখানো। তবে টলিউড সুন্দরীদের এই সব ছবি কিন্তু অন্য গল্প বলছে।
প্রিয় পাঠক,
দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
প্রিয় পাঠক, দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে নীচের ধাপগুলি অনুসরণ করে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।