আমাজন-ফ্লিপকার্টের জমাটি সেলেই দীপাবলির রোশনাই!

অপ্পো এ৫২, রেডমি নোট৮ এবং ইনফিনিক্স স্মার্ট ৪+ এর ক্ষেত্রেও ফ্লিপকার্টের এই সেলে থাকছে দারুণ সব ছাড়। এ ছাড়া, ৩রা নভেম্বর দুপুর ১২টায় থাকছে ফ্ল্যাশ সেল। তাতে ৭০,০০০ টাকা মূল্যের এলজি জি৮এক্স পাওয়া যাবে মাত্র ২৪,৯৯০ টাকায়! ল্যাপটপ, হেডফোন, টেলিভিশন এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্যেও থাকছে বিশেষ ছাড়।
