কেমন কাটল তারকাদের লক্ষ্মীপুজো, দেখুন ঝলক

‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে’। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায় সামিল হন সাধারণ গৃহস্থ থেকে বিশিষ্টরা, প্রত্যেকেই। পরিবার-সংসারের সুখসমৃদ্ধি আর ধনদৌলত কামনায় বাড়িতে লক্ষ্মীপুজোর সেই আয়োজনে এ বছর কী ভাবে মাতলেন টলিউডের লক্ষ্মীমন্ত তারকারা? দেখুন তারই এক ঝলক।
