Advertisement
Durga Puja Fashion

অষ্টমীতে শাড়ি, নবমীতে সালোয়ার বা লেহেঙ্গা পরব, বললেন কৌশানী

ইতিমধ্যেই বেশ কিছু ঠাকুর দেখে ফেলেছেন কৌশানী।

কৌশানী মুখোপাধ্যায়।

কৌশানী মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১২:০২
Share: Save:

পুজোতে কলকাতা ছেড়ে যেতে চান না কৌশানী। এ বছরই ব্যতিক্রম হয়নি। চুটিয়ে এনজয় করছেন নায়িকা। তার মধ্যেই আনন্দবাজার ডিজিটালের দর্শকদের জন্য অষ্টমীর শুভেচ্ছা বার্তা পাঠালেন।

কৌশানী বললেন, ‘‘পুজো মানে তো বাড়িতে বসে থাকা নয়। হইচই করা, আনন্দ করা, হুল্লোড় করা। পুজোতে আমাদের একটা ছবি রিলিজ করেছে। হইচই আনলিমিটেড। যদি আনলিমিটেড মজা করতে চাও তা হলে ছবিটা দেখো সবাই।’’

কোনও প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে, কোথাও আবার বিচারক হয়ে পৌঁছে ইতিমধ্যেই বেশ কিছু ঠাকুর দেখে ফেলেছেন কৌশানী। তবে এখনও পরিবারের সকলকে নিয়ে বেরনোর প্ল্যান রয়েছে তাঁর।

আরও পড়ুন: পুজোর মেক আপে এই জিনিসটা রেখেছেন তো? নইলে কিন্তু ঠকবেন!​

আরও পড়ুন: পুজোয় ‘অন্য’ হওয়ার টিপস দিলেন অনিরুদ্ধ​

‘‘আপনারা হয়তো দেখতে পাবেন ফুচকা খাচ্ছি, প্যান্ডেলে ঘুরছি, অথবা ফ্যানেদের সঙ্গে সেলফি তুলছি। আমি খুব ভালবাসি এগুলো। পুজোর সময় শুধু বন্ধুদের সঙ্গে সময় কাটাব। বাড়িতে থাকার প্রশ্নই নেই। অষ্টমীতে শাড়ি পরেছি দেখতেই পাচ্ছেন। নবমীতে সালোয়ার বা লেহেঙ্গা পরব। আর আজ মেনুতে বাঙালি খাবার’’ হেসে বললেন কৌশানী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE