Advertisement
Durga Puja 2020 Healthy Living Tips Coronavirus Covid-19

করোনা আবহে ঘরবাড়ি পরিষ্কারে বাড়তি যে যে সতর্কতা নিতে হবে

স্যানিটাইজার স্প্রে-তে যেন অ্যালকোহলের পরিমাণ ৭০ শতাংশের উপরে থাকে দেখে নিতে হবে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১৪:০৬
Share: Save:

এমনিতেই ঘরবাড়ির প্রতি আলাদা নজর দিতে হয়। তার উপর এ বছর করোনা-কাঁটায় জর্জরিত সকলে। উৎসবে সুস্থ থাকতে তাই ঘরকে জীবাণুমুক্ত রাখা একান্তই প্রয়োজন।সংক্রমণ এড়াতে কিছু বাড়তি সাবধানতা এ বছর নিতেই হবে।

ঘরবাড়ি পরিচ্ছন্নতার দিক থেকে গৃহস্থের কাছে আর্দ্র আবহাওয়া বেশ চিন্তার। কাদার ছাপ, স্যাঁতসেঁতে মেঝে বা দেওয়াল, বাড়িতে পোকামাকড়ের উৎপাত থেকে পরিত্রাণ পেতে এই সময় কিছু মুনশিয়ানা প্রয়োজন পড়েই। মূল সমস্যা হয় ঘর স্যাঁতসেঁতে হয়ে যাওয়ায়। আবহাওয়ার কারণে দেওয়াল ও মেঝে থেকেও নোনা উঠতে থাকে। এই সময় বাড়তি সতর্কতার সঙ্গে কিছু কৌশলও প্রয়োজন হয়।

করোনা আবহে গোটা বাড়িতে স্যানিটাইজার স্প্রে দিয়ে জানলা ও আসবাব পরিষ্কার করতে হবে। দেখে নিতে হবে যাতে স্প্রে-তে অ্যালকোহলের পরিমাণ ৭০ শতাংশের উপরে থাকে। ঘর পরিষ্কার করতে হবে ফিনাইল দিয়ে। রান্নাঘর, বারান্দা, শৌচাগারে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে পারলে সবচেয়ে ভাল। অনেক ক্ষেত্রে মার্বেলের মেঝেতে ব্লিচিং পাউডার ব্যবহারে সমস্যা হয়। সে ক্ষেত্রে কড়া ফিনাইল ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: করোনা থেকে সেরে উঠেছেন? পুজোর সময় কী কী খেয়াল রাখবেন?

ঘর পরিষ্কার করতে হবে ফিনাইল দিয়ে

এ ছাড়াও কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে-

আরও পড়ুন: অন্য রকম শারদীয়ায় এই সব মানলেই মন ভাল, নিরাপদে কাটবে পুজো

করোনা আবহে গোটা বাড়িতে স্যানিটাইজার স্প্রে দিয়ে জানলা ও আসবাব পরিষ্কার করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE