Advertisement
Durga Puja 2020

থাক হোম থিয়েটারের ঘর, বাড়িতেই পান সিনেমা হলের মজা

আনন্দ পেতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় একটা হোম থিয়েটার। এ ক্ষেত্রে ফ্ল্যাট বা বাড়ির বড় একটা ঘর দরকার।

সুদীপ ভট্টাচার্য
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৬:৪৫
Share: Save:

অভ্যেস কেমন পাল্টে পাল্টে যায়। যেমন সিনেমা দেখার অভ্যেস। মাল্টিপ্লেক্সের আরাম, চেয়ারে বসে পপকর্ন হাতে সিনেমা দেখার অভ্যেস এই করোনা-লকডাউনের পরিস্থিতিতে বদলে গিয়েছে। পাল্টে গিয়েছে সারাদিনের ক্লান্তি মুছে আনন্দের এক টানটান সন্ধে কাটানোর অভ্যেস।

বরং বাড়িতে বসে মোবাইলে বা স্মার্ট টিভিতে সিনেমা দেখায় প্রতিদিন কেমন একটু একটু করে অভ্যস্ত হয়ে পড়ছি আমরা। সিনেমাও এখন অনলাইনে মুক্তি পাচ্ছে। সারা পৃথিবীর সিনেমাই হাতের মুঠোয়। যদিও হলের বড় পর্দায়, দারুন সাউন্ড সিস্টেমে সিনেমা দেখার আনন্দের সঙ্গে তার তুলনা হয় না। তবু তার কিছুটা তো বটে।

আর সেই আনন্দ পেতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় একটা হোম থিয়েটার। এ ক্ষেত্রে ফ্ল্যাট বা বাড়ির বড় একটা ঘর দরকার। যেটিকে হোম সিনেমা কাম গেস্ট রুম হিসেবে সাজিয়ে নেওয়া যেতে পারে। ঘরের একটা দেওয়াল বেছে নিতে হবে, যাতে কোনও দরজা বা জানলা নেই; অন্য কোনও দরজা খোলা বা বন্ধ হলেও যে দেওয়ালে আসা যাওয়ার সময় অহেতুক বাধা সৃষ্টি হবে না; এবং যে দেওয়াল থেকে বসবার সোফা সেটের দূরত্ব ঘরের মাপের নিরিখে সবচেয়ে বেশি হবে। এমন একটা দেওয়াল বেছে নিয়ে তাতে লাগিয়ে নেওয়া যেতে পারে একটা প্রমাণ সাইজের এলইডি টিভি, কিংবা উচ্চ মানের প্রোজেক্টর মেশিন।

আরও পড়ুন: পড়ুয়া মনের সঙ্গী হোক সুন্দর একটা স্টাডি টেবিল

যে দেওয়ালে টিভি বা প্রোজেক্টরের পর্দা থাকবে, তাতে যেন কোনও অন্য আসবাব না থাকে। নিতান্তই থাকলে, হতে হবে ছোট কিছু এবং তা যেন কোনও ভাবেই টিভি দেখার আনন্দে ব্যাঘাত না ঘটায়। টিভির বিপরীতের দেওয়ালে কিংবা অন্য দেওয়ালে আলোর ব্যবহারের দিকেও খেয়াল রাখতে হবে। এটা অত্যন্ত জরুরি বিষয়। দেখতে হবে, যেন কোনও ভাবেই আলো টিভিতে প্রতিফলিত না হয়। এ ক্ষেত্রে সবচেয়ে ভাল হয় যদি হোম থিয়েটারের ঘরে ফলস সিলিং থাকে। সেখান থেকে আলোর ব্যবহার করলে ঘরের পরিবেশটাও হয়ে উঠবে মায়াবী। সে এক আলাদা অভিজ্ঞতা!

টিভি দেওয়ালে লাগান আই লেভেল অনুযায়ী। উচ্চতার সামান্য এ দিক-ও দিক সিনেমা দেখার মজা নষ্ট করে দিতে পারে। ভাল মানের সারাউন্ড সাউন্ড সিস্টেম লাগিয়ে নেবেন। তার বক্সগুলো রাখুন সারা ঘরের পাঁচ ছ’জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। ক্রিস্টাল ক্লিয়ার ছবি আর সারাউন্ড সাউন্ড ভাল সিনেমা জমিয়ে দেখার আনন্দকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। হোম থিয়েটার রুমটা যতটা সম্ভব সাউন্ড প্রুফ হওয়া জরুরি।

আরও পড়ুন: সোফা, চেসেস নাকি অটোমান, আপনার পছন্দের ‘কুর্সি’ কোনটা?

যে ঘরে হোম থিয়েটার থাকবে, সেখানে ঠাসা জিনিসপত্র ভাল দেখাবে না একেবারেই। এল বা ইউ আকৃতির সোফা সেট রাখা যেতে পারে। যাতে সোফায় অনেকে বসে ভাল করে সিনেমা দেখা যায়। সোফার সামনে একটা কম উচ্চতার সেন্টার টেবিল রাখুন। ব্যস! টিভি আর সোফার মাঝে ঘরে এ ছাড়া আর কোনও রকমের আসবাবপত্র থাকবে না। সোফার বদলে কম উচ্চতার খাট বা ডিভান রাখা যেতে পারে। যাতে কোনও অতিথি এলে ঘরটা গেস্ট রুম শুতে পারেন।

হোম থিয়েটারের ঘর সাজিয়ে নিন মনের মতো করে। এতটাই সুন্দর, যাতে মনটাই ভাল হয়ে যায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE