Advertisement
Durga Puja 2020

স্নানের ঘরে কাচের আগল, কী কী খেয়াল রাখবেন

অন্দর সুন্দর রাখতে প্রথমেই প্রয়োজন শুকনো এবং ঝকঝকে শৌচাগার। 

রোশনি কুহু চক্রবর্তী
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১২:৩০
Share: Save:

প্রচলিত ধারণায় একটা কথা আছে- যে বাড়ির শৌচাগার সুন্দর, সে বাড়ির মানুষগুলোও সুন্দর। পরিষ্কার মনেরও পরিচয় নাকি মেলে ঝকঝকে শৌচাগার থেকেই। তাই অন্দর সুন্দর রাখতে প্রথমেই প্রয়োজন শুকনো এবং ঝকঝকে শৌচাগার। তার জন্য আগে জরুরি স্নানঘরকে ওয়েট ও ড্রাই— এই দু’ভাগে ভাগ করে নেওয়া। কমোড যে দিকে থাকবে, স্বভাবতই সে দিকটা শুকনো। অন্য দিকে, স্নানের ব্যবস্থা বা শাওয়ারের জায়গা পড়বে ভেজা অংশে। এই অংশটিই যদি ঘিরে ফেলা যায় বাথ ইউনিট বা শাওয়ার এনক্লোজ়ারে, মুশকিল আসান! আপনার স্নাঙ্ঘর থাকবে তকতকে।

শাওয়ার এনক্লোজারে অভিনবত্ব

মূলত স্নানের জল আসার ব্যবস্থা থাকে এই ইউনিটে- গরম ও ঠান্ডা জলের কল এবং শাওয়ার। শাওয়ারের জল বা স্নানের জল যাতে শৌচাগারের বাকি অংশ ভিজিয়ে না দেয়, সে জন্যই ‘ওয়েট এরিয়া’ আলাদা করা থাকে কাচের দরজা দিয়ে।

বাথ ইউনিট অনেক ধরনের হয়। কল ও শাওয়ারের ধরন অনুসারে পাল্টে যায় তার চেহারা। কখনও সব ক’টি ফিচার ওয়াল মাউন্টেড হয়। কখনও হ্যান্ডহেল্ড শাওয়ারও জোড়া থাকে। কিছু ইউনিটে আবার নীচের অংশে বাথটাবও থাকে। তবে তার জন্য স্নানঘরে অনেকটা জায়গা থাকা প্রয়োজন।

আরও পড়ুন: পুজোর আগেই চটজলদি ঘর গোছান, রইল টিপস

সেমি ফ্রেমড, ফ্রেমলেস, ফ্রেমড, স্লাইডিং রেঞ্জ ইত্যাদি বিভিন্ন ধরনের শাওয়ার এনক্লোজ়ার পাওয়া যায়। আপনার বাড়িতে কোনটা ভাল মানাবে, সেই অনুযায়ী বেছে নিতে হবে।

বাথ ইউনিট নিয়ে কী কী খেয়াল রাখবেন

বাথ ইউনিট বিভিন্ন আয়তনের হয়। তাই কিনতে যাওয়ার আগে আপনার শৌচাগারের আয়তন হিসেব করে নিন। তার মধ্যে কতটা অংশ বাথ ইউনিটের জন্য বরাদ্দ, তা নির্দিষ্ট করে সেই মাপের বাথ ইউনিট কিনতে হবে।

দরজার ধরন অনুযায়ীও বাথ ইউনিট পাল্টে যায়। এক দিক কাচ দিয়ে ঘিরে অন্য দিকে স্লাইডিং ডোর থাকতে পারে। ওপেন ডোরও বা খোলা আগলও রাখা যায়। আবার দু’দিকে খোলা যায় এমন খোলা কাচের আগলও থাকতে পারে।

দরজার ধরন অনুযায়ীও বাথ ইউনিট পাল্টে যায়।

আকারের নিরিখেও বাথ ইউনিট বিভিন্ন রকমের হয়। চৌকো, ত্রিকোণ, ডিম্বাকার ইত্যাদি বিভিন্ন শেপের ইউনিট কিনতে পারেন।

আরও পড়ুন: থাক হোম থিয়েটারের ঘর, বাড়িতেই পান সিনেমা হলের মজা

বাথ ইউনিটে কল বা শাওয়ারের ফিক্সচার স্টিল বা তামার তৈরিও হয়। ব্যবহৃত ধাতুর উপরে নির্ভর করে দামও।

বাথ ইউনিটের ব্যবস্থা ব্যয়সাপেক্ষ । ফলে কেনার আগে খুঁটিনাটি জেনে নিন ভাল করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE