Advertisement
Diwali 2018

মেয়ের হাতে মায়ের সাজ

থিম নির্ভর প্যান্ডেল না বানিয়ে ছিমছাম টালির চালের নীচে দেবীর মূর্তি বসানো হয়েছে।

টালির চালের নীচে রয়েছেন মা।

টালির চালের নীচে রয়েছেন মা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ২০:০২
Share: Save:

আলোর রোশনাইয়ে ছেয়ে গিয়েছে গোটা কলকাতা। দীপাবলির আনন্দে মেতে উঠেছেন শহরবাসী। তার মধ্যে একমাত্র ব্যতিক্রম মধ্য কলকাতার একটি পুজো। যার আয়োজক রামমোহন রায় রোড তরুণ সঙ্ঘ। তাদের প্যান্ডেলে আলোকসজ্জা তো রয়েছে। তবে নেই চোখ ধাঁধানো রোশনাই। মায়ের গায়ে গয়না তো রয়েছে, তবে নেই হিরে-মানিকের চাকচিক্য। তার বদলে রয়েছে শান্ত-স্নিগ্ধ পরিবেশ এবং খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার কাহিনি।

নামীদামি সংস্থার স্পনশরশিপ নেননি ওই পুজো কর্তৃপক্ষ। বরং পাড়ার মেয়ে মহুয়া সর্দারের হাতে তৈরি ইমিটেশন এবং অক্সিডাইজের গয়না দিয়েই সাজিয়েছেন মাকে।

থিম নির্ভর প্যান্ডেল না বানিয়ে ছিমছাম টালির চালের নীচে দেবীর মূর্তি বসানো হয়েছে। তারই মধ্যে আবার ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম-শহরের মেলবন্ধন।

আরও পড়ুন: আতসবাজির আলোয় শ্যামাবরণ সুদূর ক্রয়ডনে​

বসানো হয়েছে গয়নার স্টলও। রবিবার পুজোটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diwali 2018 Diwali Celebration Pandal jewellery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE